সুধী,
ক্রান্তিকালের ভেতর দিয়ে হাঁটছি আমরাl যতদিন বেঁচে আছি ততদিন খাওয়া-দাওয়া ঘুমের সঙ্গে মননের রসদ আহরণ আর জ্ঞানচর্চা ও চলবে l কোন কিছুই থেমে নেইl জীবন চলছে জীবনের মতোl
মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগ ক্রান্তিকালীন বিদ্যাচর্চা কে আরও এককদম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক অনন্য প্রয়াস নিয়েছেl ওয়েবিনারের মাধ্যমে আন্তর্জাতিক লেকচার সিরিজ আয়োজন করেছে l
কোনো দেশীয় প্রতিষ্ঠান কলেজ স্তরে এর আগে এত বড় এবং দীর্ঘ লেকচার সিরিজ আয়োজন করেছে বলে আমার জানা নেইl মহিষাদল রাজ কলেজ অবিভক্ত মেদিনীপুরের দ্বিতীয় প্রাচীন কলেজl এই কলেজে প্রাণিবিদ্যা বিভাগে অতীতে বহু যশস্বী শিক্ষক-শিক্ষিকা গবেষক তাদের সরাসরি ভাষণ প্রদান করেছেন l কিন্তু এই ক্রান্তিকালে আমরা একটু অন্য চিন্তাভাবনার প্রয়াসী হলামl
একটি লেকচার সিরিজ l কুড়িটি বক্তৃতামালার আয়োজন করা হয়েছেl আমাদের মহিষাদল রাজ কলেজের পঁচাত্তরতম বর্ষপূর্তি – প্লাটিনাম জুবিলী বর্ষের স্মারক হিসেবে l
পাঁচটি সিরিজের পরিকল্পনা আছে l এটি প্রথম পর্ব l প্রতিটি পর্বের সম্পূর্ণ লেকচার ছেপে বের হবে l প্রতিটি লেকচার বিভিন্ন মিডিয়ায় রেকর্ডেড ভার্সন থাকবে l
এই বক্তৃতামালায় রয়েছেন আমাদের রাজ্য ও দেশের স্বনামধন্য শিক্ষক-শিক্ষিকা গবেষক ও ছাত্র ছাত্রী l (বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী, আছেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বায়োডাইভারসিটি বোর্ডএর ডিরেক্টর, দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট -আইজার কলকাতা – শিক্ষক শিক্ষিকা ) l তেমনি বিদেশে কর্মরত গবেষণারত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক গবেষক গবেষিকা l এদের মধ্যে যেমন সদ্য তরুণরা আছেন তেমনি আছেন বহু অভিজ্ঞতাসমৃদ্ধ বৈজ্ঞানিক শিক্ষক-শিক্ষিকা গবেষক l
জীব বিজ্ঞানের বিভিন্ন শাখার আনাচ -কানাচ এই আলোচনাচক্র বিষয়বস্তুl আলোচনা ছড়িয়ে দেওয়া হবে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়l তাই আলোচনার বিষয়বস্তু কেবলমাত্র প্রাণিবিদ্যার পাঠ্য বিষয়ে সীমাবদ্ধ না রেখে অনেকটা সার্বজনীন হয়ে উঠুক এই লক্ষে স্থির থেকেছি l প্রাণিবিদ্যা থেকে উদ্ভিদবিদ্যা, সাম্প্রতিক অতিমারী থেকে শরীর স্বাস্থ্য, মন থেকে মোটিভেশন এবং জীবন চড়াই উৎরাই জীবনী ও জীবনের লড়াই- এর প্রতিটি বিষয় ছুঁয়ে রাখার ছোট্ট চেষ্টা l
মাস্টারমশাই ডঃ শ্রীমন্ত কুমার রাউত মহাশয় বলবেন – ছাত্রদের আত্মশক্তি -আত্মনির্ভরশীলতা- জেদ এবং সেলফ মেডিকেশন এসব কিভাবে সৃষ্টি করা যায়- বাড়ানো যায়l তত্ত্ব ও এবং তার প্রয়োগl আমরা এক চলন্ত জীবন দেখতে পাবো ওদিনের পর্দায়l প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে … মোরে আরও আরও আরও দাও প্রাণ l
ইউ এস এ র বিজ্ঞানী গবেষিকা ডঃ অর্পিতা চ্যাটার্জি বলবেন কি করে একজন গবেষিকাকে অভিজ্ঞতা সঞ্চয় করে করে বায়োমেডিকেল রিসার্চে নিজেকে লড়তে হয় রাত দিন নিজের সঙ্গে আর পরিবেশের সঙ্গে l আমরা রূপ সাগরে ডুব দেবো অরূপ রতন আশা করে l হাল ছেড়ো না বন্ধু বরং….. l
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী বলবেন – গ্রিন বায়োটেকনোলজি -পরিবেশের বিপন্নতা ও তার সমাধানl ওকি সোনার পাথরবাটি নাকি আলাদিনের প্রদীপ নাকি ভবিষ্যতের সলতে? আমরা কান পেতে রই… l
ফিনল্যান্ডে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গবেষক সুনন্দন দাস বলবেন জুলজিক্যাল সিস্টেমেটিক্স বা শ্রেণীবদ্ধকরণ এই বিষয়েl key concept – এর আধুনিক তর্ক বিতর্ক সমাধানের রাস্তা l কঠিন কাঠখোট্টা বিষয়কে ছাত্র মহলে কত সহজ এবং সুন্দর ভাবে প্রকাশ করেন আমরা তার অপেক্ষায় রইলামl শেষে একটা পরিযায়ী পাখি উড়লে আমরা বলবো, আমি চিনি গো চিনি তোমারে…. l
প্রিয় ছাত্র পোস্টডক্টরাল ফেলো ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আমেরিকার সৌনক বলবেন বায়োজেনেসিস l – কিভাবে অসুখ-বিসুখ সৃষ্টি হয় এবং তার আবিষ্কারের নেপথ্যে কি কি আছে সে বিষয়ে মজার তথ্য যুক্তি l অ সুখের কারন ! সাত কুটুরি নয় দরজা নিয়ে বসে আছি -শুনবো তোমায় মাখবো তোমার ছোঁবো তোমায় কেবল বন্ধুতা আর জ্ঞান তৃষ্ণা নিয়ে l
বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বৈজ্ঞানিক সদাহাস্য প্রবীণ বৈজ্ঞানিক ডঃ প্রবীর রঞ্জন সুর বলবেন লোক উদ্ভিদবিদ্যা কিভাবে আমাদের প্রতিদিনের ওষুধ যোগান দিচ্ছে l আমাদের অগোচরে কিভাবে হারিয়ে যাচ্ছে প্রজাতি আর অভিজ্ঞতা গুলো l এথনোবোটানি আর তার অতীত এবং ভবিষ্যৎ নিয়েl চরক সুশ্রুতর দেশ এখন অতিমারীতে বিপর্যস্ত l হয়তো কোনো দিশা মিলতেও পারে অতিক্রমণের l
অজিষ্ণু রায় তরুণ সম্ভাবনাময় গবেষক (প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের) উজাড় করে দেবে তার আতঙ্ক বিপন্নতা কোভিড 19 নিয়েl প্রসঙ্গ জল পরিচ্ছন্নতা এবং এই পরিস্থিতিতে আর্থসামাজিক অবস্থার আন্তঃসম্পর্ক বিশ্লেষণl দেখা যাক এ যুগের তরুণ রা কি ভাবছে ! চক্ষে আমার তৃষ্ণা, তৃষ্ণা বক্ষ জুড়ে… l
উড়িষ্যার আইজারের রিসার্চ ফেলো রবিশংকর পাল বলবেন বাঘের ভূমি ভারতবর্ষ থেকে বাঘের হারিয়ে যাওয়াl ডোরাকাটা দের সুখ সংসার বিপদ বিপন্নতা গননা এবং তার ভবিষ্যৎl তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা… বাঘ সম্পর্কে এটা বলবার আগে একটু প্রয়াস l
এই মুহূর্তে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক অধ্যাপক সুজয় ঘোষ (কলকাতা বিশ্ববিদ্যালয় ) বলবেন তাঁর প্ৰিয় বিষয় ডাউন সিনড্রোমl তার বিজ্ঞান এবং সামাজিক অবস্থার বিভিন্ন প্রেক্ষাপট l সমাজ কি ভাবছে? আমাদের সামাজিক দায়বদ্ধতা কি ও কতটা? ওরা বড় একলা l আমরা মানুষ হয়ে ওদের পাশে থাকবার চেষ্টা করবো দু এক ঘন্টা !
গুজরাট ইন্সটিটিউট অফ ডেসার্ট ইকোলজি র বৈজ্ঞানিক অরুন কুমার মাহাতো বলবেন ইকোলজি বায়ো ডাইভারসিটি এবং এবং বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন নিয়েl সব কিছু শেষ হয়ে যাবার আগে আর একবার মাত্র একবার আমরা একটু উষ্ণ হবো তার জন্যে !
ইউ এস এ র গবেষক রিদওয়ান ইসলাম বলবেন বায়োমেডিকেল স্টাডি – এই ব্যাপারে পড়াশোনা করতে গেলে দেশে এবং বিদেশে সুযোগ সুবিধা এবং তার ভবিষ্যৎ নিয়ে! রুজি রুটির বাজারে এটির বাজারদর কতটা ! আর একে বাজারজাত করতে কতটা মেহনত লাগবে?
দেখা যাক হিসেব মেলানো ভার…. নাকি সত্যিই মিলবে হিসেব জীবনের আর প্রয়োজনের l
ইউএসএ র ডঃ অমিত কুমার মিত্র বলবেন এক নতুন বিষয় ফার্মাকোজেনোমিকস নিয়ে l আমরা ওঁৎ পেতে থাকলাম l ভাঙলাম না l স্টেজে দেখে নেবো !
ইউএসএর নেব্রাস্কা মেডিকেল সেন্টারের বৈজ্ঞানিক সুবক্তা ডঃ পিনাকি মন্ডল বলবেন জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ সময় এবং স্বাস্থ্যl এ দুটোর সঠিক এবং সুস্থ ব্যবহার যদি ব্যাটে বলে হ’লে হিরে l একটু এদিকে ওদিকে ভুসোকালি l কখন, কি ও কতটা…. এর ব্যালেন্স কি ভাবে করবো প্রতিদিন? অসাম্যের যুগে সাম্যের ট্রাপিজ খেলা l নিশ্চই উপভোগ্য হবে l উপাদেয় ও বটে ! উপযোগী তো নিশ্চিত l
শ্রদ্ধেয় বৈজ্ঞানিক গবেষক এবং পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্য পর্ষদের ডাইরেক্টর ডঃ অশোককান্তি সান্যাল বলবেন আমাদের পরিবেশ – বিপন্নতা -ব্যক্তিগত অনুভব এবং তার উত্তরণ l পৃথিবী কে বাসযোগ্য করার অঙ্গীকারে দীক্ষিত করবেন l আমরা প্রাণিত হবো l সেদিন গাছকাটা হলে শোক সভা হবে বিধানসভায়.. l
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ কৌশিক প্রামানিক বলবেন আমাদের প্রিয় ইলিশ মাছের জীবন রহস্যl রসনা তৃপ্তির পাশাপাশি মগজ তৃপ্তির আয়োজন l ইলিশের জীবনের প্রেম পর্যটন লড়াই আমাদের লোভ আর আগামীর হাহাকার এসব নিয়েই ইলিশ-জীবন-চরিত্রের অজানা তথ্যl আমার সকল নিয়ে বসে আছি…… !
প্ৰিয় ছাত্রী সুবক্তা পাগলী মেয়ে প্রিয়দর্শিনী চক্রবর্তী বসু l গবেষক বিজ্ঞানী l আমেরিকার অরিজিওন বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি বলবেন মৌমাছি নিয়ে l পরাগমিলন নিয়ে l মৌমাছির আচার-ব্যবহার সমস্যা সমাধান নিয়ে নানা চমকপ্রদ তথ্য এবং কাহিনী অপেক্ষা করে আছে l মাধবীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা – প্রিয়দর্শিনী কবে বলতে আসছে?
স্নেহের ছাত্র আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রবাহ গঙ্গোপাধ্যায়l IISC পড়াশুনা শেষে নিউরো সায়েস আর প্রাণীর আচার ব্যবহার নিয়ে গবেষণা l বলবেন নিউরোসায়েন্সের গবেষণা করতে গেলে এক্সপেরিমেন্ট কিভাবে একের পর এক ডিজাইন করতে হয় তার ধাপ গুলো চোখের সামনে এক এক করে দেখবো l
ইয়েল বিশ্ববিদ্যালয়ের আর এক গবেষক অক্ষয় সুরেন্দ্র বলবেন গভীর জীববৈচিত্র সম্পন্ন জঙ্গলে কিভাবে বিভিন্ন প্রজাতি গুনতে হয় ! তাদের প্রজাতি বৈচিত্র্য কিভাবে পরিমাপ করা যায় সেই নিয়ে নানা টেকনিক্যাল বিষয়বস্তু!
অধ্যাপিকা গবেষক ছাত্রী অধ্যাপিকা অনিন্দিতা ভদ্র আইজার কলকাতার জনপ্রিয় শিক্ষক l তিনি তুলে ধরবেন প্রাণীর আচার-ব্যবহারের নানা অজানা এবং চমকপ্রদ তথ্যl কোন প্রাণী? চমক থাকলো l স্টেজে দেখা হবে l
এই লেকচার সিরিজের প্রথম পর্বের শেষ লেকচার দেবেন বিভাগের বিভাগীয় প্রধান ডঃ শুভময় দাস l করোনাকালে বিশ্ব গৃহবন্দি ও আইসোলেশনে l প্রাণীর সমাজে বিভিন্ন প্রাণীরাও কি আইসোলেশনে যায় l ওদের থেকে কি কিছু শিখতে পারি? প্রাণীদের প্রভু নয় ওদের ছাত্র হয়ে উঠতে পারলে তবেই না আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ l l আমরা শিখবো ওদের আইসোলেশন l ততদিন না হয় আমরা আইসোলেশানে থাকি l
এভাবেই ধাপে ধাপে জীববিজ্ঞানের এবং জীবনের বিভিন্ন দিক তুলে তুলে ধরবেন বিভিন্ন গবেষক শিক্ষক এবং ছাত্রছাত্রীরাl তাই এই অনুষ্ঠানে সবাইকে স্বাগতl
একটি মফস্বল কলেজের ছাত্ররা কিছু শিখতে চায় l তারা উৎসাহী হয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছেl আমি কেবল এক সূত্রধর l
আপনারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন করুন l এই অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণ করুনl যত খুশি প্রশ্ন পাঠানl যে কোন রকম সাজেশান পাঠান l
মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের আন্তর্জাতিক লেকচার সিরিজের প্রথম পর্বের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলুনl ঠিকানা আমার চেয়েছো বন্ধু… l রইলো l আসুন এক মুঠো আলো ছড়িয়ে পড়ুক আপনাদের অংশগ্রহণে আমাদের ছেলেমেয়েদের মুখে চোখেl সব্বাই কে আবারও আন্তরিক আমন্ত্রণ l
শুভময় দাস
বিভাগীয় প্রধান
স্নাতকোত্তর ও স্নাতক বিভাগ
প্রাণিবিদ্যা বিভাগ
মহিষাদল রাজ কলেজ
মহিষাদল
পূর্ব মেদিনীপুর ll